মাহফুজুর রহমান আখন্দ
মেঘ আড়ালে আকাশ কোণে
বাঁকা চাঁদের হাসি
ঈদ হবে কাল ভীষণ মজা
মনে খুশির বাঁশি।
রঙবেরঙের জুতো জামা
আতর সুবাস রাস্তায়
মুড়কি মুড়ি পিঠে পায়েস
সকাল সকাল নাস্তায়।
দুপুর বেলায় গোস্ত পোলাও রান্না
চোখের কোণায় খুশির তারা
মাতলো সবাই সাজলো পাড়া
ফুল সখিনার বুকে জ্বালা
শুকনো চোখে কান্না।
মাও রয়েছে হাসপাতালে
বাবাও জেলে বন্দি
কোথায় পাবে ঈদের খুশি
দুঃখের সাথেই সন্ধি।
নতুন জামা গোস্ত পোলাও সুদূরে
কাটছে সময় ভুখা নাঙা উদরে।