আমিন আল আসাদ
ঈদ এলে হেসে ওঠে
সকলের মন
চাঁদের আলোয় আলো
হয়ে ওঠে বন।
আকাশটা ভেদ করে
হেসে ওঠে চাঁদ
জোয়ারের মতো ভাসে
খুশির প্রবাদ।
রমজান শেষে এলো
ঈদুল ফিতর
স্বপ্নেরা দোলা দিলো
মনের ভেতর।
ঈদ এলো আতরের
গন্ধে মেতে
কী যে ভালো লাগে আজ
ঈদগাহে যেতে।