Home তোমাদের কবিতা ঈদগাহে যেতে

ঈদগাহে যেতে

আমিন আল আসাদ

ঈদ এলে হেসে ওঠে
সকলের মন
চাঁদের আলোয় আলো
হয়ে ওঠে বন।
আকাশটা ভেদ করে
হেসে ওঠে চাঁদ
জোয়ারের মতো ভাসে
খুশির প্রবাদ।
রমজান শেষে এলো
ঈদুল ফিতর
স্বপ্নেরা দোলা দিলো
মনের ভেতর।
ঈদ এলো আতরের
গন্ধে মেতে
কী যে ভালো লাগে আজ
ঈদগাহে যেতে।

SHARE

Leave a Reply