আলতাফ হোসাইন রানা
গ্রাম থেকে ডাক এসেছে আয়রে তোরা আয়
শহর থেকে আয়রে ফিরে পল্লী মায়ের গাঁয়।
নিরাভরণ শস্যে ভরা পল্লী মায়ের কোল
দেখরে তোরা ধানের শীষে বাতাস যে দেয় দোল।
শস্য-শ্যামল সবুজ ঘেরা পল্লী মায়ের গাঁ
আঁকবাঁকা মেঠো পথে রাখরে সেথায় পা।
লাঞ্ছিত আর অবহেলায় গ্রাম রেখেছে ভরে
শহরটাকে আজকে সবাই দেখলে বড় করে ।
শহর থেকে আয়রে ফিরে আয়রে তোরা ভাই
গ্রামের মতো ভালোবাসা আর যে কোথাও নাই।
সোনা ফলা শস্যরাজি গ্রামই করে দান
এসব দিয়েই করছো সবাই শহরের গুণগান।
আয়রে তোরা আয়রে ফিরে আয়রে আবার গাঁয়
পল্লী মায়ের অশ্রু ভেজা শীতল গাছের ছায়।