মনসুর আজিজ
ঈদের চাঁদটি আসছে দেরিতে বেরিকেড পথে পথে
মেঘের দৈত্য ওঁৎ পেতে আছে সৈন্যরা শতে শতে
আকাশের কতো গলিপথ ঘুরে আসছে ঈদের চাঁদ
মেঘের দৈত্যের কূটচাল সব ছিঁড়ে হবে বরবাদ।
ওখানে কি আছে অস্ত্রধারীরা গুম করা কোনো দল
তোমার বুকেও বুলেট লেগেছে! হিংসার দাবানল!
বন্দি হয়েছে ভাইবোন কোনো ওরে ও ঈদের চাঁদ
টুকরো টুকরো হৃদয় আমার ভেঙে গেছে সব সাধ।
ভাইটি আমার গুম হয়ে গেছে বোনটি ভবন ধসে
মরে গেলো বলে একাকি আমিও কাঁদছি যে পথে বসে
বাবা মরে গেছে ক্রসফায়ারে, মা হয়েছে উন্মাদ
তুমিও কি তাই আমার মতোন দুখি ও ঈদের চাঁদ!
আমার ঘরটি শূন্য যদিও কতো ঘরে হবে ঈদ
তুমি তবু হাসো আকাশের কোণে ঝেড়ে ফেলে সব জিদ।