Home তোমাদের কবিতা খোকন গেছে সুখের দেশে

খোকন গেছে সুখের দেশে

সিদ্দিক আবু বকর

পঙ্খিরাজে চেপে খোকন ছুটল সুখের দেশে
আনবে সোনা হীরা মানিক বস্তা ঠেসে ঠেসে
খোকার মনে স্বপ্ন শুধু দীন-দুখিদের মুখে-
ছড়াবে সুখ, সুখের আবেশ মরছে যারা ধুকে।

আকাশ-বাতাস-মেঘ ছাপিয়ে নীল-নীলিমা ছিঁড়ে
খোকন সোনা ছুটছে ধেয়ে সুখ মোড়ানো নীড়ে…

পনের দিন পনের রাত হাওয়ার ডানায় ভেসে
পা ছোঁয়ালো আজবদেশে খোকন অবশেষে
পঙ্খিরাজের পিঠে বসেই খোকন বাড়ায় ছোরা
দরাজ গলায় ধমক হাঁকে এগুসনে কেউ তোরা।
বাড়বি যদি চুলপরিমাণ নাঙ্গা ছোরার ঘা’য়ে
একে একে জান খোয়াবি পঙ্খীরাজের পা’য়ে।

ধমক শুনে সরল দেশের তরল মানুষগুলো
ভয় পাবে কী; রাজ্যপুরো হেসেই তুলোতুলো
বৃদ্ধ-যুবা-কোমল শিশু খিলখিলিয়ে হেসে
তারায় তারায় গাঁথা মালা পরায় ভালোবেসে-
সঙ্গে দিল মন্ডা-মিঠাই আরো কত্ত কী
খোকন ভাবে এমন খাবার জন্মে চাখেনি!

SHARE

Leave a Reply