ওয়াহিদ আল হাসান
ঈদকে নিয়ে গল্প লিখি
ঈদকে নিয়ে ছড়া
ঈদের হাসি দেয় ছড়িয়ে
নেড়ে সবার কড়া।
বছর ঘুরে ঈদের খুশি
আসে সবার মাঝে
তবুও তো গরিবেরা
বাঁচে দুঃখ লাজে।
সত্যিকারের ঈদের খুশি
হবে সবার তরে
ধনী-গরিব সবাই যেদিন
হাসবে নিজের ঘরে।
ওয়াহিদ আল হাসান
ঈদকে নিয়ে গল্প লিখি
ঈদকে নিয়ে ছড়া
ঈদের হাসি দেয় ছড়িয়ে
নেড়ে সবার কড়া।
বছর ঘুরে ঈদের খুশি
আসে সবার মাঝে
তবুও তো গরিবেরা
বাঁচে দুঃখ লাজে।
সত্যিকারের ঈদের খুশি
হবে সবার তরে
ধনী-গরিব সবাই যেদিন
হাসবে নিজের ঘরে।