কামাল হোসাইন
ঝিঁঝিপোকার একটানা সুর
আমার গাঁয়ে সন্ধ্যা আনে
কালো চাদর মাথায় দিয়ে
খুঁজতে থাকে অন্য মানে।
আঁধার চিরে ওই ওখানে
মিটির মিটির জোনাক জ্বলে
বাগানজুড়ে হাজার তারা
জ্বলে-নেভে সদলবলে।
কী মায়া যে ছড়িয়ে থাকে
সন্ধ্যা হলে আমার গাঁয়ে
তারপরে তো নিসীম আঁধার
এগিয়ে আসে নিটোল পায়ে।
সবাই যখন গভীর ঘুমে
স্বপ্নদোলায় দুলতে থাকে
রাতপাখিরা গাছের সাথে
নিবিড় মায়ার বাঁধন আঁকে।
এই তো আমার গাঁ-খানি গো
ছাড়তে চোখে জল এসে যায়
মায়ের মতো গ্রামটি আমার
ভাবলে বুকে বল এসে যায়।