Home তোমাদের কবিতা ঈদের খুশি

ঈদের খুশি

নাওশিন মুশতারী

ঈদের খুশি ছড়িয়ে পড়–ক
সব মানুষের মাঝে
হাসি-মুখে থাকুক সবাই
সকাল এবং সাঁঝে।

সবাই মিলে করবো মজা
দুষ্টমি লাফ-ঝাঁপ
খেলার শেষে খাব আর
ছাড়বো সবাই হাঁফ।

ফিরনি পায়েস সেমাই খেয়ে
ভরে যাবে মন
নতুন জামা ফিতা মাথায়
সাজবে ছোট বোন।

এত খুশির মাঝে কোথাও
লাগছে ভীষণ একা
অনেক চেনা মুখগুলো আজ
যাচ্ছে নাতো দেখা!

ব্যস্ত সবাই তবু যেন
বসছে না মন কাজে
মনের মাঝে কোথায় যেন
কষ্টের বাঁশি বাজে।

তবু আজ ঈদের দিনে
গোমড়া মুখে নয়,
পবিত্রতার ডানা মেলে
হাসুক বিশ্বময়।

SHARE

Leave a Reply