বোরহান মাসুদ
অগ্নিবীণার অগ্নিপুরুষ
অগ্নিঝরা সুরে
ছড়িয়ে দিলে অগ্নিসুধা
জাতির অন্তপুরে।
জানিয়ে দিলে স্বজাতিকে
লড়াই করে বাঁচো
বললে তুমি মুক্তি নেশায়
রণাঙ্গনে নাচো।
তোমার লেখায় তোমার সুরে
উঠলো জাতি জেগে
শোষকরাজের হেচকি ওঠে
সুরের খোঁচা লেগে।
সর্বহারা কবি তুমি
বাঁধন হারা পাখি
বিদ্রোহী বীর কবি বলেই
আমরা তোমায় ডাকি।