শামীম খান যুবরাজ
সুখ-দুখ ভাগ করে
সবাই সবার তরে
করে যাও হিত,
সাম্যের আহ্বানে
জনে জনে সবখানে
ঈদ এলো ঈদ।
গরিব-দুখীর সাথে
মিলেমিশে হাতে হাতে
গড়ে যাও ভিত,
ভেদাভেদ দূর করে
গেয়ে ওঠো সুর করে
ঈদ এলো ঈদ।
শামীম খান যুবরাজ
সুখ-দুখ ভাগ করে
সবাই সবার তরে
করে যাও হিত,
সাম্যের আহ্বানে
জনে জনে সবখানে
ঈদ এলো ঈদ।
গরিব-দুখীর সাথে
মিলেমিশে হাতে হাতে
গড়ে যাও ভিত,
ভেদাভেদ দূর করে
গেয়ে ওঠো সুর করে
ঈদ এলো ঈদ।