এ. কে. আজাদ ফাহিম
ঈদ এসেছে ঈদ এসেছে
ঈদ এসেছে ঈদ
সেই খুশিতে হারিয়ে গেছে
খোকা-খুকুর নিঁদ।
ঈদের দিনে নতুন জামা
খোকা দিয়েছে গায়
নতুন জামা পরে খুকু
ফিরনি পায়েস খায়।
ঈদগাহেতে যায় যে খোকা
বাবার হাত ধরে
নামাজ শেষে সবার সাথে
কোলাকুলি করে।
ঈদের দিনে খোকা-খুকু
সবাইকে দেয় সালাম
মুরুব্বিরা খুশি হয়ে
তাদেরকে দেয় ইনাম।
ঈদের খুশি ভাগাভাগি
করে সবার সনে।
ঈদের দিনে পাশে দাঁড়ায়
সকল দুখী জনে।
ঈদের দিনে এক হয়ে যায়
পাপী-পুরোহিত।
ঈদের দিনে সবার মুখে
সাম্য-প্রীতির গীত।