শ্রাবণ নজরুল
আবীর রাঙা গোধূলিতে
স্বপ্ন দিয়ে আঁকা
নারকেলের ঐ পাতার ফাঁকে
চাঁদ উঠেছে বাঁকা।
চাঁদের সাথে এলো আবার
রমজানেরই ঈদ
হাসিখুশির উচ্ছ্বাসে তাই
নেই তো চোখে নিঁদ।
বাঁকা এ চাঁদ প্রাণে প্রাণে
আনে সুখের বান
তাইতো মনে উঠছে বেজে
ঈদের খুশির গান।