এইচ এম সরোয়ারদী
ঈদের চাঁদ এসো তুমি
আমার মাটির ঘরে
ফিরনি পোলাও দেব
খেয়ো উদর ভরে।
আরো দেব নতুন জামা
জুতা দেব পায়ে
ঈদের চাঁদ এসো তুমি
আমার ছোট্ট গাঁয়ে।
এইচ এম সরোয়ারদী
ঈদের চাঁদ এসো তুমি
আমার মাটির ঘরে
ফিরনি পোলাও দেব
খেয়ো উদর ভরে।
আরো দেব নতুন জামা
জুতা দেব পায়ে
ঈদের চাঁদ এসো তুমি
আমার ছোট্ট গাঁয়ে।