মো: রাকিবুল ইসলাম
বছর ঘুরে আবার এলো
মহা খুশির ঈদ
সেই খুশিতে সবার চোখে
টুটলো বুঝি নিঁদ।
একটি মাস কষ্ট করে
রাখল যারা রোজা
রোজার পর তাদের জন্য
এলো আসল মজা
ভালো খাবার খেয়ে সবাই
নতুন কাপড় পরে
ঈদগাহ মাঠে যায় সবাই
এক সাথে দল ধরে।
গরিব দুখীর ঘরেতে আজ
ঈদ এসেছে ভাই
ঈমানের দাবি সবার
খবর নেয়া চাই।