শরিফ আহমদ
সিয়াম শেষে
মুচকি হেসে
ঈদুল ফিতর এলো
নতুন জামা
আনলো মামা
ভাগ্নেরা তাই পেলো।
সবাই ঘরে
মজা করে
কত্তো কিছু খেলো
তাড়াতাড়ি
মজার হাঁড়ি
কই পালিয়ে গেলো?
শরিফ আহমদ
সিয়াম শেষে
মুচকি হেসে
ঈদুল ফিতর এলো
নতুন জামা
আনলো মামা
ভাগ্নেরা তাই পেলো।
সবাই ঘরে
মজা করে
কত্তো কিছু খেলো
তাড়াতাড়ি
মজার হাঁড়ি
কই পালিয়ে গেলো?