হাফেজ নুরুজ্জামান
আল্লাহ সুন্দর আকৃতিতে
তুমি সৃষ্টি করেছো আমায়
তোমার কৃতজ্ঞতা প্রকাশ করে
শেষ করা যাবে না ভাষায়।
আমায় দিয়েছো তুমি
বাকশক্তি ও জ্ঞান
বলে শেষ করা যাবে না
তোমার অফুরন্ত দান।
আমায় শান্তিতে বেঁচে থাকতে
তুমি দিয়েছো আলো বাতাস বৃষ্টি
আমি চারপাশে যা কিছু দেখি
সব কিছুই তোমারই সৃষ্টি।