মো: তোফাজ্জল হোসেন
আকাশে এক ফালি
চাঁদের হাসি
সবাই মোরা সেই হাসিটা
কতো ভালোবাসি।
এই চাঁদের হাসি পেলে
কাল হবে ঈদ
যার আশায় চলে গেলো
খুকুর চোখের নিঁদ।
মো: তোফাজ্জল হোসেন
আকাশে এক ফালি
চাঁদের হাসি
সবাই মোরা সেই হাসিটা
কতো ভালোবাসি।
এই চাঁদের হাসি পেলে
কাল হবে ঈদ
যার আশায় চলে গেলো
খুকুর চোখের নিঁদ।