Home তোমাদের কবিতা সরু চাঁদ

সরু চাঁদ

এমদাদুল হক এমদাদ

খোদা তা’য়ালার অসীম দয়ায়
মাহে রমজানর শেষে
দূর নীলিমায় সরু চাঁদ
উঠল আবার হেসে।
ফিরনি পায়েস খাবে সবাই
নামাজ শেষে এসে
খোকাখুকি হারিয়ে যাবে
সুখ সাগরে ভেসে।

SHARE

Leave a Reply