এমদাদুল হক এমদাদ
খোদা তা’য়ালার অসীম দয়ায়
মাহে রমজানর শেষে
দূর নীলিমায় সরু চাঁদ
উঠল আবার হেসে।
ফিরনি পায়েস খাবে সবাই
নামাজ শেষে এসে
খোকাখুকি হারিয়ে যাবে
সুখ সাগরে ভেসে।
এমদাদুল হক এমদাদ
খোদা তা’য়ালার অসীম দয়ায়
মাহে রমজানর শেষে
দূর নীলিমায় সরু চাঁদ
উঠল আবার হেসে।
ফিরনি পায়েস খাবে সবাই
নামাজ শেষে এসে
খোকাখুকি হারিয়ে যাবে
সুখ সাগরে ভেসে।