আমার এখন ছোট হতে বড়ই ইচ্ছে করে
ছোটই যদি থাকতাম সারা জীবন ভরে।
কত রকম সুখ ছিল হায় সে ছোটবেলা
সারাদিন আনন্দে করতাম হাসিখেলা।
মাঠে মাঠে ঘুড়ি উড়ানো আর সে ছুটাছুটি
বৃষ্টি নামলে কাদাজলে কী যে লুটোপুটি!
বড়শি দিয়ে মাছ ধরে সাঁতার কেটে জলে
স্কুলে যেতে কত ফাঁকি কত রকম ছলে!
বাড়ি এলে পেতাম মায়ের আদর মাখা হাত
আঁচল দিয়ে গতর মুছে খেতে দিতো ভাত।
বর্ষাকালে আহ কত আনন্দ ছিল ভারি
মায়ের সাথে নায়ে করে যেতে নানাবাড়ি।
বড় হয়েই পড়ে গেছি ভীষণ ভাবনায়
দেখছি সবাই আমার কাছে সব কিছু চায়।
আগের মতো কেউ আর আদর নাহি করে
পদে পদে সবাই আমার ভুলত্রুটি ধরে।
ছোটবেলা যা চেয়েছি পেয়েছি তখন তাই
আর এখন? সবাই চায়, আমার খবর নাই।
তাই যে আমার ছোট হতে ইচ্ছে আবার করে
ছোটই যদি থাকতে পারতাম সারা জীবন ভরে!
আমারও এমনই ইচ্ছে করে।
Amio choto hota chai . Boro theke choto hote pertem to moza ar moza.