Home ছড়া-কবিতা বর্ষা এলে বৃষ্টি এলে

বর্ষা এলে বৃষ্টি এলে

বেগম রাজিয়া হোসাইন

বর্ষা এলে বৃষ্টি এলে
আজও আমি
সেই সে দিনের ছোট্ট শিশু
যাই চলে যাই দূরের গাঁয়ে
ছোটবেলার সেই সে মিশু।

ঝালমুড়ি আর গল্প বলার
ওই যে মধুর স্বপ্নগুলো
ডাক দিয়ে যায় আজও আমায়
ডাক দিয়ে যায় পথের ধুলো।
সবুজ পাতার ঝাঁকড়া চুলে
চুপসে ভেজা ফুলের কলি
ডাকতো আমায় নেশার ঘোরে
সূর্য তখন কোথায় গেছে
কেমনে বলি?

রুম ঝুমা ঝুম বৃষ্টি এলে
আজও আমি দুষ্টু হাওয়ায়
যাই ভেসে যাই দূর আকাশে
মিষ্টি মেঘের দূর সীমানায়
ঝিঙে ফুলের ফিঙেরা সব
দল বেঁধে যায় রাজার বাড়ি
ময়নামতি পার হয়ে যায়
রাঙামাটি সারি সারি।
বার্মা জাপান ঘুরে এসে
হিমছড়িটার প্রান্ত ঘেঁষে
দোল খেয়ে যায় ঝুমুর তালে
বাংলাদেশে বাংলাদেশে
তেমনি আমি ছুটে বেড়াই
সুরমা সিঁথি কেওড়া বনে
টাপুর টুপুর বৃষ্টি এলে
যাই ভেসে যাই আপন মনে।

SHARE

Leave a Reply