Home ছড়া-কবিতা নাইতে মজা নাইতে মজা July, 2013 মাহমুদুল হাসান নিজামী নাইতে মজা বৃষ্টি জলে নাইতে নামে দলেবলে আরিফ হাসান সাজিম বৃষ্টি পড়ে রিমঝিম অঝর ধারায় বারিধারা কে নাইবি আয়রে তাড়া বৃষ্টি পড়ে ঝুমুর ঝুমুর মন কেড়ে নেয় আকাশ নূপুর ভর দুপুরে রাতের কায়া আকাশ জুড়ে মেঘের ছায়া।