নজরুল ইসলাম শান্তু
আষাঢ় মাসে চারপাশে
জল থই থই করে
বৃষ্টি পড়ে রিমঝিমাঝিম
ভিন্ন রকম স্বরে।
কদম ফুলের মিষ্টি হাসি
গাছের ডালে ডালে
বকের সারি যায় লুকিয়ে
হাওয়ার তালে তালে।
আষাঢ় মাসে ক্ষেত ভরা যে
আউশ কাঁচা ধানে
গাছের চূড়ায় একটানা সুর
বাবুই টিয়ার গানে।
আষাঢ় মাসে আকাশটা যে
মেঘলা হয়ে থাকে
ডোবা খালে কোলাব্যাঙে
ঘ্যাঁঙর ঘ্যাঁঙর ডাকে।