Home ছড়া-কবিতা বৃষ্টি এলে

বৃষ্টি এলে

গোলাম নবী পান্না

বৃষ্টি এলে ইষ্টি কি আর
আসতে পারে বাড়ি
ভেসে যেতে পারে স্বাদের
মিষ্টি ভরা হাঁড়ি।
বৃষ্টি এলে আড়িটা হয়
বেড়ানো পথ জুড়ে
আছাড় খেলে হাসবে সবে
ভাবনা মাথায় ঘুরে।
বৃষ্টি এলে ম্যানহোলেও
সমান পানি থাকে
সটকে পড়ে কেউ তখনই
আড়ালে মুখ ঢাকে।

SHARE

Leave a Reply