Home ছড়া-কবিতা বাংলাদেশের বৃষ্টি বাংলাদেশের বৃষ্টি July, 2013 মৃধা আলাউদ্দিন আমার সোনার বাংলাদেশে বর্ষাকালের রূপ কলাগাছের ভেলায় চড়ে হাসছে কিশোর খুব। টাপুর টুপুর বৃষ্টি নিয়ে মুগ্ধ হবো আজ বৃষ্টি ভেজা জীবনে তুই নতুন করে সাজ।