Home ছড়া-কবিতা আবার এলো রমজান আবার এলো রমজান July, 2013 সরদার গোলাম মোস্তফা আবার এলো রমজান মাস রাখবে সবাই রোজা ভ্রান্ত সকল পথ ছেড়ে ধরবে যে পথ সোজা। নিজে হবে সংযমী আর করবে অন্যকে থাকবে না আর অপকর্ম মোদের সমাজে। স্রষ্টাকে সব করবে যে ভয় কেবল স্রষ্টাকে এ কারণেই মোদের মাঝে রমজান এসেছে।