মুহাম্মাদ দারিন
দূর আকাশে ভাসলো আবার
রোজার বাঁকা চাঁদ
সময় হলো ছিড়ে ফেলার
শয়তানের সব ফাঁদ।
ভালো কাজে অনেক সওয়াব
করবে না কাজ মন্দ
এই মাসেতে জাহান্নামের
সব দরজা বন্ধ।
হেলায় ফেলায় না যায় যেন
তোমার সময় আজ
গোনাহ মাফের এই তো সময়
এটাই প্রথম কাজ।
গরিব-দুখীর দুঃখ ভোলার
শিক্ষা নেবে তুমি
ধরার বুকে করতে হবে
আবার পূর্ণ ভূমি।
সারা মাসে করবে কী ভাই
এই মাসে ট্রেনিং নাও
পাপে-তাপে ভরা জীবন
রবের তরে সপে দাও।