কাজী শামসুন নাহার
বৃষ্টিতে ভিজে গেলো পথ-ঘাট বন
বন্যাটা এসে গেলে হবে অঘটন
লোডশেডে ভনভন মশা আর মাছি
খুব বেশি বৃষ্টিতে চলে আসে হাঁচি।
ছুটিবারে জল হলে দিনটাই মাটি
কাদাজলে বর্ষায় ছাতা খুলে হাঁটি
রিমিঝিমি বরিষণ খুবই সুমধুর
তেল-ঝাল-পেঁয়াজে মুড়ি- চানাচুর।