বাসুদেব সরকার
অঝর ধারায় বৃষ্টি ঝরে
আষাঢ়, শ্রাবণ মাসে
মনের সুখে শাপলা পদ্ম
দীঘির জলে ভাসে।
অঝর ধারায় বৃষ্টি ঝরে
খালে-বিলে জল
মনের সুখে ‘ঘ্যাঁঙর ঘ্যাঁঙর’
করে ব্যাঙের দল।
অঝর ধারায় বৃষ্টি ঝরে
পথে ঘাটে কাদা
হাঁটতে গেলে, চলতে গেলে
খেতে হয় বাধা।
অঝর ধারায় বৃষ্টি ঝরে
সকাল-দুপুর-সাঁঝে
দিন মজুরদের বৃষ্টির জন্য
হয় না যাওয়া কাজে।