Home তোমাদের কবিতা সুন্দরবন

সুন্দরবন

সাদিয়া আফরিন

আমাদের দেশে আছে সুন্দরবন
আনন্দে ভরে যায় আমাদের মন।
সেই বনে বাস করে চিত্রল হরিণ
সেই বনে গেলে মন থাকে নাকো মালিন।
এই বনের চারদিকে বয়ে গেছে নদী
সেই নদী দেখতে পাবে বনে যাও যদি।
গাছে গাছে উড়ে বেড়ায় নানারকম পাখি
ফুলের সুবাসে তারা করে মাখামাখি।

SHARE

Leave a Reply