বিশ্বাস আবুল কালাম
পুকুর ধারে চুপটি করে
বসে থাকে মাছরাঙা
তেলাপিয়া আর রুই কাতলা
আমুদে তাই লাফে ডাঙা।
মাছরাঙা যেই বসে ধ্যানে
মাছেরা দেয় ডুব
একলা ভাসে নাইল কৌড়ি
অমনি রাঙা ঝুপ।
বিশ্বাস আবুল কালাম
পুকুর ধারে চুপটি করে
বসে থাকে মাছরাঙা
তেলাপিয়া আর রুই কাতলা
আমুদে তাই লাফে ডাঙা।
মাছরাঙা যেই বসে ধ্যানে
মাছেরা দেয় ডুব
একলা ভাসে নাইল কৌড়ি
অমনি রাঙা ঝুপ।