Home তোমাদের কবিতা মেঘের খেলা

মেঘের খেলা

মো: জোবায়ের রহমান সাকী

আকাশ জুড়ে হাওয়ায় দোলে
ভাসে মেঘের ভেলা
উড়ে উড়ে মেঘরা খেলে
মজার মজার খেলা।
তুলোর মত নরম মেঘ
খেলছে লুকোচুরি
আকাশ যেন স্বপ্নমাখা
রঙিন স্বপ্নপুরী।

SHARE

Leave a Reply