ফাতেমা তুজ জহুরা
আমার দেশ বাংলাদেশ
নদী নালায় ভরা
সবুজ শ্যামল প্রকৃতিতেই
আমার এদেশ ঘেরা।
ছায়া ঢাকা মায়া মাখা
কোকিল ডাকা ভোর
মোয়াজ্জিনের মধুর সুরে
কাটে ঘুমের ঘোর।
ফাতেমা তুজ জহুরা
আমার দেশ বাংলাদেশ
নদী নালায় ভরা
সবুজ শ্যামল প্রকৃতিতেই
আমার এদেশ ঘেরা।
ছায়া ঢাকা মায়া মাখা
কোকিল ডাকা ভোর
মোয়াজ্জিনের মধুর সুরে
কাটে ঘুমের ঘোর।