Home ছড়া-কবিতা এদশে আমার প্রাণ

এদশে আমার প্রাণ

ইসমাঈল হোসনে দনিাজী

সোনাধানে পাখি গানে ভরা আমার দশে,
সবুজ গাছে পাতা নাচে শ্যামলমিা বশে!
ফুলরে ঘ্রাণে উদাস প্রাণে দোলা অনুক্ষণ,
শীতল বায়ে নঝিুম গাঁয়ে ছুটে চলে মন।

কদমতলে নদীজলে আকাশকোণরে চাঁদ,
আপন মনে সংগোপনে পাতে মায়ার ফাঁদ।
কৃষাণবধূ মুখে মধু হাসি অফুরান,
নাকরে নোলক প্রীতদিোলক কাড়ে চাষার প্রাণ।

আজানধ্বনি সোনার খনি নত্যি মাতায় ভোর,
প্রভুর স্মরণ হৃদয় ক্ষরণ খোলে র্স্বগদোর।
নদীর বাঁকে ছবি আঁকে কোন্ আঁকয়িে বল
রহম ঝরে সবার ঘরে হথোয় অবরিল।

এদশে আমার চামার-কামার সবাই আমার ভাই
নত্যি চুমি এদশেভূমি এর তুলনা নাই।
র্স্বগসম এদশে মম এদশে আমার প্রাণ,
দশেরে জন্য হবো ধন্য করে আত্মদান।

SHARE

Leave a Reply