মুহাম্মাদ হাবীবুল্লাহ
বাঁচে মানুষ বয়সে নয়, বাঁচে নিজের কর্মে
এই কথাটা বুঝতে হবে বোধে এবং মর্মে
মানলে সবাই এগিয়ে যাবে
কঠিনও তখন সহজ হবে
এটা খুবই সহজ বিধান প্রকৃতির ধর্মে।
অমর হতে চাইলে মানুষ সব মানুষের মাঝে
সৎ-এর প্রতীক হতে হবে কথা এবং কাজে
সবার জন্য উদার হবে
নিজের হৃদয় বিলিয়ে দেবে
সুবাস ছড়ায় যে সকলের, ফুল হওয়া তার সাজে।