Home তোমাদের কবিতা মহিমা তোমার

মহিমা তোমার

রুবাইয়া মাহমুদ

ঝর্ণার অবিরত কলকল ছন্দ
পুষ্পের সুবাসিত মোহময় গন্ধ
ভোরবেলা দক্ষিণা ঝিরিঝিরি হাওয়া
টুনটুনি, ময়নার প্রাণ খুলে গাওয়া
ভাবি শুধু রাত-দিন কার দান সব?
অনুভবে খুঁজে পাই, সে আমার রব।

SHARE

Leave a Reply