Home তোমাদের কবিতা বৃষ্টির ছোঁয়া

বৃষ্টির ছোঁয়া

মুহাম্মাদুল্লাহ আরমান

গ্রীষ্মের রোদ শেষে বৃষ্টির ছোঁয়া আসে
পুলকিত হই আমি মনে মনে
বর্ষার আকাশে আষাঢ়ের বাতাসে
কালো মেঘ ছুটে যায় ক্ষণে ক্ষণে।
গাছপালা পাহাড়ে নদী আর সাগরে
আরো ঝরে বৃষ্টি পাড়ায় পাড়ায়
মেয়েদের ভেলাতে চড়ে বসে প্রভাতে
মন চায় ঘুরে আসি তারায় তারায়।
বিকেল-শ্রাবণে ছুটে যাই বাগানে
ডুবে যাই ফুলেদের ঘ্রাণে ঘ্রাণে
কত ফুল ফোটে বনে পাখিদের কলতানে
নতুনের ছোঁয়া লাগে প্রাণে প্রাণে।

SHARE

Leave a Reply