মুসলিহা তাফহীম
বৈশাখের পর জ্যৈষ্ঠ এলো
অপরূপ এই দেশে
গাছে গাছে ফল পেকেছে
সুন্দর পরিবেশে।
কাঁঠাল লিচু তরমুজ
আরও আছে জাম
সবার চেয়ে মজার হল
ফলের রাজা আম।
খোদার দেয়া ফল খেয়ে
তাঁরই শোকর করি
এসো সবাই তাঁরই পথে
নিজের জীবন গড়ি।
মুসলিহা তাফহীম
বৈশাখের পর জ্যৈষ্ঠ এলো
অপরূপ এই দেশে
গাছে গাছে ফল পেকেছে
সুন্দর পরিবেশে।
কাঁঠাল লিচু তরমুজ
আরও আছে জাম
সবার চেয়ে মজার হল
ফলের রাজা আম।
খোদার দেয়া ফল খেয়ে
তাঁরই শোকর করি
এসো সবাই তাঁরই পথে
নিজের জীবন গড়ি।