Home নিয়মিত কিশোর জিজ্ঞাসা কিশোর জিজ্ঞাসা

কিশোর জিজ্ঞাসা

তাসলিমা ফেরদৌস মৌসুমী
এফ এফ জিন্নাহ উচ্চবিদ্যালয়, ফেনী
মানুষের চোখের পাতা পড়তে কত সময় লাগে?
Ñ ০.৪ সেকেন্ড। অর্থাৎ ১ সেকেন্ডের ২৫ ভাগের ১ ভাগ সময় লাগে।
ফাহিমা আক্তার মিম
ফরিদগঞ্জ, চাঁদপুর
বাংলাদেশের বৃহত্তম জেলার নাম কী? Ñ রাঙ্গামাটি।
মো: আরিফুর রহমান
চৌদ্দগ্রাম, কুমিল্লা
আনন্দ বিহার ও শালবন বিহার কোথায় অবস্থিত?
Ñ কুমিল্লার ময়নামতিতে।
এম এ আর সাকিব
পূর্ব গোয়ালপাড়া, ঠাকুরগাঁও
বিশ্বের বৃহত্তম অরণ্য কোনটি? Ñ তৈগা।
মহুয়া দাস মও
নাপোড়া, বাঁশখালী, চট্টগ্রাম
কোন্ দেশের নাম ও রাজধানীর নাম একই?
Ñ লুক্সেমবার্গ।
তারানা তাবাসসুম
কালীগঞ্জ, ঝিনাইদহ
প্রথম বিশ্বকাপ ফুটবল কবে অনুষ্ঠিত হয়?
Ñ ১৯৩০ সালে।
নুসরাত জাহান প্রিয়া
সেনবাগ, নোয়াখালী
কম্পিউটারে ‘ঈচট’-এর পূর্ণ রূপ কী?
Ñ ঈবহঃৎধষ চৎড়পবংংরহম টহরঃ.
মো: মাসুম বিল্লাল
একলারামপুর, তিতাস, কুমিল্লা
ঝঃধঃঁব ড়ভ ষরনবৎঃু কোন্ দেশ আমেরিকাকে উপহার দেয়?
Ñ ফ্রান্স।
মো: খায়রুল ইসলাম
নগরকান্দা, ফরিদপুর
পৃথিবীর উচ্চতম সড়ক কোনটি?
Ñ জম্মু ও কাশ্মীরের লাদাখের লে-নোবরা সড়ক। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫৪২৫ মিটার উচ্চে।
এইচ এম হাসান
খালিশাখালী, পিরোজপুর
নটিক্যাল মাইল কী?
Ñ সামুদ্রিক দূরত্ব মাপার একক, ১ নটিক্যাল মাইল = ১.১৫১৬ মাইল (প্রায়)
মো: সোহেল রানা সাগর
গোয়ালা, সাপাহার, নওগাঁ
বাংলাদেশের মানচিত্র সর্বপ্রথম কে আঁকেন?
Ñ মেজর জেমস রেনেল।
মাহফুজুর রহমান
শিবপুর, হবিগঞ্জ
কোন্ দেশের পতাকাতে সে দেশের মানচিত্র আঁকা থাকে?  Ñ সাইপ্রাস।
ফোরকান উদ্দিন
মিরসরাই, চট্টগ্রাম
বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত? Ñ রাজশাহী।
আবদুর রকিব
হাকিমপুর, দিনাজপুর
ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? Ñ ১৬.৫০ কি.মি.।
মো: মোশাররফ হোসেন
মুক্তাগাছা, ময়মনসিংহ
হাজং উপজাতি কোথায় বাস করে?  Ñ ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায়।
সাবিনা ইয়াসমিন
বাঁশখালী, চট্টগ্রাম
কখন মার্কিন যুক্তরাষ্ট্র সর্বপ্রথম ইরাক আক্রমণ করে?
Ñ ২০ মার্চ ২০০৩ সালে।

SHARE

Leave a Reply