Home তোমাদের কবিতা স্বপ্ন দেখি

স্বপ্ন দেখি

মো: তোফাজ্জল হোসেন

আমরা সবাই স্বপ্ন দেখি
কল্পদেশে ছুটতে
বিশ্বধরায় ফুল-বাগিচায়
গোলাপ হয়ে ফুটতে।
স্বপ্ন দেখি ডানা মেলে
পাখির মতো উড়তে
ভ্রমর হয়ে মধুর খোঁজে
বিশ্ব জুড়ে ঘুরতে।
ফুলের শোভা জীবন নিয়ে
নদীর মতো চলতে
মাতৃভাষায় মনের সকল
আশার কথা বলতে।

SHARE

Leave a Reply