মোহাম্মদ শরীফ
পেটটা মোটা কাঁঠাল খালুর কাঁটা ভরা গা
মুখটি রাঙা ডালিম খালুর আলতা রাঙা পা
সাদা কোর্তায় জামরুল মামা দেখতে বেশ ভারি
পরনে যেন কমলা দাদীর কমলা রঙের শাড়ি
নোংরা হলেও ফজলি ফুফা ভেতরে খুব ভালো
সুন্দরী খুব আপেল ফুফু আঁধার করে আলো
নয়তো মিঠা তেঁতুল চাচা জানেন সবাই ভাই
আমড়া চাচীর মত মানুষ আরতো কেহ নাই।
বাঙ্গি দাদার বিশাল দেহ লবণ দিয়ে মজা
চালতা দাদী বাটি ভরে নিয়ে আসে গজা
আত্মীয় সব ফল-ফলাদি ফলের গান গাই
তাদের মত আপনজন আরতো কেউ নাই।