ইসমাইল হোসেন
আম পেকেছে জাম পেকেছে
পাকছে কলা লিচু
কাঁঠাল বাঙ্গি তরমুজ ফুটি
পাকছে সকল কিছু।
মধু মাখা জ্যৈষ্ঠ এলে
চাই না তো আর কিছু
ছোট বড় সবাই ছুটি
পাকা ফলের পিছু।
রসে ভরা ফলের ভারে
গাছের শাখা নিচু
প্রাণের তৃষ্ণা মিটিয়ে খাব
বিলাবো আর কিছু।
ইসমাইল হোসেন
আম পেকেছে জাম পেকেছে
পাকছে কলা লিচু
কাঁঠাল বাঙ্গি তরমুজ ফুটি
পাকছে সকল কিছু।
মধু মাখা জ্যৈষ্ঠ এলে
চাই না তো আর কিছু
ছোট বড় সবাই ছুটি
পাকা ফলের পিছু।
রসে ভরা ফলের ভারে
গাছের শাখা নিচু
প্রাণের তৃষ্ণা মিটিয়ে খাব
বিলাবো আর কিছু।