সেই শিশুটি আজ
সিদ্দিক আবু বকর
যেই শিশুটির
বন্ধু হবে
কলম খাতা বই,
পাহাড় সমান
স্বপ্ন হবে
আকাশ ছোঁয়া মই।
সেই শিশুটি
আজ-
ক্ষুধার ঘায়ে
পেটের দায়ে
নিত্য করে কাজ।
টেম্পু অটোর পাদানিতে
দারপণ মহারাজ!
শ্রমে ঘামে
আজ একাকার
রঙিন সুতোর ভাঁজ।
কলে-কারখানাতে
চলন্ত ফুটপাথে
আদর-সোহাগ ফিকে
নতুন দিনের ত^পপং ঝোলে
মরচে ধরা শিকে!