এ দেশ আমার
আলতাফ হোসেন রানা
এ দেশ আমার সবুজ শ্যামল
সোনার বরণ গাঁ
এ দেশ আমার স্বপ্নে ভরা
আশা আকাক্সক্ষা।
এ দেশ আমার সোনাদীঘি
ফোটা পদ্ম ফুল
এ দেশ আমার নিবিড় ঘন
আঁধার বরণ চুল
এ দেশ আমার রাখাল ছেলের
উদাস বাঁশির সুর
এ দেশ আমার পাগল করা
নাম যে সু-মধুর।
এ দেশ আমার সোনাফলা
সবুজ ধানের মাঠ
এ দেশ আমার আপন গাঁয়ের
মেঠোপথ ঘাট।
এ দেশ আমার বীর সেনানীর
গৌরব অফুরান
এ দেশ আমার রূপের বাহার
খোদার সেরা দান।