মধুমাসে ফলের বাহার
সাইফ মাহদী
আবুু যাবেন আম্মু যাবেন এই গরমের ছুটিতে
আমিও যাবো মামার সাথে মেশিনে ধান কুটিতে
শহর ছেড়ে গ্রামের বাড়ি, মজার ফলের আহারে
দাদীর বাড়ি, নানীর বাড়ি ভরবে ফলের বাহারে।
আম-কাঁঠালের সাথে আরো লিচুর কথা ভুলি না
গাছ থেকে যে আম পড়ে যায় হাত দিয়ে তা তুলি না
কত্তো স্বাদের আম যে আছে বলবো কি আর আমি
পাকা আমের মজাটা নিই, একটু এবার থামি।
আম, লিচু আর জাম, কাঁঠালে জমবে মধুমাস
বাংলাদেশের চমক যেন, এই ভূমিতে
আমরা করি বাস।
মধু মাসের মধু যখন শেষ হয়ে যায় শেষ
ছুটির সময় ফুরিয়ে গিয়ে, তবু যেন
না ফেরারই লেশ।