Home নিয়মিত কিশোর জিজ্ঞাসা কিশোর জিজ্ঞাসা

কিশোর জিজ্ঞাসা

ফয়সাল আহমেদ রকি
বাগমারা, রাজশাহী
বিশ্বের অন্যতম সংবাদ সংস্থা

BBC-এর পূর্ণরূপ কী?

BBC-British Broad Casting Corporation.

নজিবুর রহমান আশিক
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
বাংলাদেশের কোন্ নদীতে জোয়ার-ভাটা হয় না?
– গোমতী নদী।
মাঞ্জারুল ইসলাম জুয়েল
সোনাইমুড়ি নোয়াখালী
বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম কী?
– শাহ মোহাম্মদ সগীর।
গিয়াসউদ্দীন সবুজ
রামগঞ্জ, লক্ষ্মীপুর
BRTC-এর পূর্ণরূপ কী?
Bangladesh Road Transport Corporation.
মো: মাঈন উদ্দীন
হাজীর বাজার, ফেনী
বাংলাদেশের জাতীয় সংসদে কোন্ বিদেশী রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম ভাষণ দেন?
– যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো। তিনি ১৯৭৪ সালের ৩১ জানুয়ারি এ ভাষণ দেন।
হাফিজুর রহমান হাফিজ
শ্যামনগর, সাতক্ষীরা
বাংলাদেশের সর্বউত্তরের স্থানের নাম কী?
– বাংলাবান্ধা।
জুবায়ের আহমেদ
ষোলঘর, সুনামগঞ্জ
কোন্ ফুলের গন্ধ বেশি?
– গন্ধরাজ।
মো: ইদরিস
ঝালকাঠি, বরিশাল
কোন্ দেশে সাদা হাতি পাওয়া যায়?
– থাইল্যান্ড।
মাইন উদ্দীন ফিরোজ
সুবর্ণচর, নোয়াখালী
আগ্রার তাজমহল কোন্ নদীর তীরে অবস্থিত?
– যমুনা।
আবদুর রহমান ফুয়াদ
বুড়িরচর, নোয়াখালী
কোন্ সাহাবীর মৃত্যুর পর ফেরেশতারা গোসল দিয়েছিলেন?
– হযরত হানযালা (রা)।
জান্নাতুন নাঈম
বাঁশখালী, চট্টগ্রাম
কোন্ সূরাকে পবিত্র কুরআনের ‘মা’ বলা হয়?
– সূরা ফাতিহাকে।
কনক চাঁপা দাশ গুপ্ত
বাঁশখালী, চট্টগ্রাম
CNG-এর পূর্ণ রূপ কী?
compressed natural gas.
আমানত উল্লাহ সোহান
রামগতি, লক্ষ্মীপুর
প্রথম বিশ্বকাপ ফুটবলে কতটি দেশ অংশগ্রহণ করে?
– ১৩টি দেশ।
ইসমত আরা বেগম
বাঁশখালী, চট্টগ্রাম
এশীয়দের মধ্যে প্রথম কে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
– রবীন্দ্রনাথ ঠাকুর।
একরামুল হক তুষার
চম্পা উচ্চবিদ্যালয় চট্টগ্রাম
নিঝুম দ্বীপ বাংলাদেশের কোন্ জেলার অন্তর্গত?
– নোয়াখালী জেলার।
ইমরান হোসাইন তারকেজ
চুনতি মাদ্রাসা, চট্টগ্রাম
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?
– নিউমূর বা পুর্বাশা।
রফিকুল ইসলাম রিপন
রাজাপুর মাগুরা
পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোন্টি?
– শুক্র।
আরিফুল ইসলাম আরিফ
চিরিরবন্দর, দিনাজপুর
হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী?
-গেস্টাপো।
সাকিব মাহমুদ
খিলগাঁও, ঢাকা
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
-৮ মিনিট ১৮ সেকেন্ড।

SHARE

1 COMMENT

Leave a Reply