নজরুল
মাহমুদুল হাসান খোকন
কবি কাজী নজরুল চুরুলিয়া গ্রামে
জন্মগ্রহণ করেন দুখু মিয়া নামে।
পিতৃহীন নজরুল কবি পরিবারে
জীবন চালাত কষ্টে আয় রোজগারে।
বহুমুখী নজরুল প্রতিভায় আজ
লিখে করেছেন রক্ষা সাম্যের সমাজ।
জনপ্রিয় নজরুল বাংলার বুকে
জাতীয় বিদ্রোহী কবি সবার চোখে।