Home তোমাদের কবিতা নজরুল

নজরুল

নজরুল
মাহমুদুল হাসান খোকন

কবি কাজী নজরুল চুরুলিয়া গ্রামে
জন্মগ্রহণ করেন দুখু মিয়া নামে।
পিতৃহীন নজরুল কবি পরিবারে
জীবন চালাত কষ্টে আয় রোজগারে।
বহুমুখী নজরুল প্রতিভায় আজ
লিখে করেছেন রক্ষা সাম্যের সমাজ।
জনপ্রিয় নজরুল বাংলার বুকে
জাতীয় বিদ্রোহী কবি সবার চোখে।

SHARE

Leave a Reply