Home তোমাদের কবিতা গ্রীষ্ম

গ্রীষ্ম

গ্রীষ্ম
ইউসুফ আল আজাদ

ঘাম ঝরে
আম পড়ে
যেই এলো গ্রীষ্ম
খাল-বিল
চৌচির
কী করুণ দৃশ্য!
মাঠ খালি
ঘাট খালি
কোথাও নেই স্বস্তি
জলহীনে
মরে গেছে
শত শত বস্তি।
দুপুরের লগনে
ওই যে গগনে
আগুনের বৃষ্টি
রোদের ঝলকে
চোখের পলকে
পুড়ে গেছে সৃষ্টি।
গরু কাঁদে
তরু কাঁদে
জল নেই পুকুরে
মাঠ পোড়ে
ঘাট পোড়ে
গ্রীষ্মের দুপুরে।

SHARE

Leave a Reply