Home তোমাদের কবিতা উড়ে যেতাম

উড়ে যেতাম

উড়ে যেতাম
মো: আহসান হাবীব

নীল আকাশে ডানা মেলে
উড়ছে কত পাখি
তাদের দেখে জুড়িয়ে যায়
আমার দুটো আঁখি।
থাকতো যদি তাদের মতো
আমার দুটো ডানা
উড়ে যেতাম দূর সীমানা
থাকতো নাকো মানা।

SHARE

Leave a Reply