আজব বটে
মুনাওয়ার শাহাদাত
ফোকলা দাঁতে মিষ্টি হাসি
মুক্তো ঝরে রাশি রাশি।
দুষ্টুমিতে পাকা অতি
করে না সে কারো ক্ষতি।
গরম খাবে না খাবে ঠাণ্ডা
ডিম ভালো না ভালো আণ্ডা!
পাকছে দাড়ি পড়ছে চুল
ভাবছে বসে পায় না কূল।
গুজব নয় আজব বটে
অল্প তেলে যায় সে পটে।
রাগলে খাবে কাঠের পিস
পাওয়া যে ভার এমন চিজ!