আল জাবিরী
ইচ্ছে করে শহর ছেড়ে
গাঁও গেরামে যাই
যেথায় গেলে আমি আমার
মায়ের দেখা পাই।
যেথায় আছে প্রিয় আমার
নকশি কাঁথার মাঠ
কলসি কাঁখে ফিরছে বধূ
শান বাঁধানো ঘাট।
ইচ্ছে করে হারিয়ে যেতে
আম-কাঁঠালের বন
পাখির সাথে ফুলের সাথে
খেলতে সারাক্ষণ।
ইচ্ছে করে যাই যে ছুটে
ফসল ভরা সবুজ মাঠে
নিত্য যেথায় রাখাল ছেলে
বাঁশির সুরে দিবস কাটে।
ইচ্ছে করে আরো কতো
থাকত ডানা পাখির যতো
এ-ডাল ও-ডাল ইচ্ছে মতো
ছড়িয়ে আছে হাজার শতো।